Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কিভাবে যাবেন

এ উপজেলার যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভাল। জেলা শহর মাগুরা , যশোরের সাথে মহাসড়ক পথে এ উপজেলার যোগাযোগ রয়েছে। উপজেলা সদরের সাথে সবকটি ইউনিয়নেরই সব মৌসুমে মোটরযান চলাচলের উপযোগী কাঁচা ও পাকা রাস্তার সংযোগ রয়েছে। উপজেলার মধ্যে ও বাইরে জনজীবনের যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে বাসট্রাক, রিক্সা ও ভ্যানগাড়ী।

 

  • মাগুরা জেলা থেকে শালিখা উপজেলা ১৪কিলোমিটার দক্ষিনে অবস্থিত । শালিখা উপজেলার সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কার্যক্রম, উপজেলা পরিষদ, থানা আড়পাড়া নামক জায়গায় অবস্থিত।
  • শালিখা উপজেলার উত্তরে মাগুরা সদর উপজেলা, পশ্চিমে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা , পূর্বে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা এবং দক্ষিণে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা অবস্থিত।
  • শালিখা উপজেলা  ২৩˚-৪২′′ থেকে ২৩˚-৪৪′′ উত্তর অক্ষাংশে এবং৮৯˚-৩৮′′ থেকে ৮৯˚-৪১′′ পূর্ব দ্রাঘীমাংশে অবস্থিত।